Global E-commerce in Your Locality
আপনি এবার ই-কমার্স ব্যবসা শুরু করতে পারেন নিজ এলাকায়
সেলার পয়েন্ট হলো সেলার হাট ই-কমার্সের একটি ডেলিভারী পয়েন্ট যেখান থেকে ক্রেতারা পণ্য গ্রহণ করবে। যে পণ্যটি ঢাকা থেকে কুরিয়ারের মাধ্যমে ক্রেতা ক্রয় করতে হতো এখন তা আপনার এলাকায়। আসুন বিস্তারিত জানার চেষ্টা করি।
সেলার পয়েন্টের সুবিধা হলোঃ
১) একটি ছোট অফিস বা শপ এর মাধ্যমে এটি শুরু করা যাবে
২) সুবিধামত পণ্য স্টক করা যাবে
৩) প্রতিটি পণ্যের জন্য কমিশন নির্ধারিত রয়েছে
৪) নিজ নিজ এলাকার জন্য নির্ধারিত হোম ডেলিভারী চার্জ সেলার পয়েন্ট পাবে
৫) যাবতীয় পণ্য সংগ্রহ, বিজ্ঞাপন ও প্রচার-প্রসারের কাজ সেলার হাট করবে
৬) সেলার হাটে যেসব অর্ডার আসবে তা সেলার পয়েন্টগুলোকে এলাকা অনুযায়ী বন্টন করে দেয়া হবে। এছাড়াও এলাকাভিত্তিক খুঁচরা বিক্রয়ের সুযোগ আছে। অর্থাৎ সেলার পয়েন্ট অনলাইন ও অফলাইন দুভাবেই বিক্রয়ের সুযোগ পাবে।
৭) সেলার পয়েন্ট পণ্য না থাকলেও সেলারহাট থেকে পণ্য নিয়ে ডেলিভারী দিয়ে আয়ের সুযোগ রয়েছে।
নিয়মাবলীঃ
১) জেলা, উপজেলা বা থানা সেলার পয়েন্ট দেয়ার সুযোগ রয়েছে
২) বিক্রয়যোগ্য পণ্য নিজ খরচে সেলারহাট হতে সংগ্রহ করবেন
৩) সেলার পয়েন্টের কোন পণ্য অবিক্রিত থাকলে তা সেলারহাটে ফেরত দেয়ার সুযোগ রয়েছে, তবে মেয়াদভিত্তিক পণ্যের ক্ষেত্রে শর্ত প্রযোজ্য।
৪) ক্রেতাকে সর্বোচ্চ সেবা প্রদানের অঙ্গীকারাবদ্ধ হতে হবে
৫) সেলার পয়েন্টে কম্পিউটার বা অ্যান্ড্রয়েড মোবাইল থাকা আবশ্যক
শুধুমাত্র নিজ নিজ এলাকায় ব্যবসায় আগ্রহী এমন ব্যক্তিগন যোগাযোগ করবেন। কমপক্ষে ২ বছর সেলার পয়েন্ট চালু রাখতে হবে। সেলার পয়েন্টের জন্য সেলার হাটের সাথে লিখিত চুক্তি করতে হবে।
আগ্রহী উদ্যোক্তাগন সরাসরি কথা বলুন ০১৭৮৯-১১০০৪৮ অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন