Seller Haat Affiliate Program

Seller Haat Affiliate সেলার হাট অ্যাফিলিয়েট কি?
অনলাইনে আয়ের অন্যতম জনপ্রিয় উপায় হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং হলো এমন একটি বিপণন ব্যবস্থা, যেখানে কোনো অ্যাফিলিয়েট নেটওয়ার্কে বহিরাগত ওয়েবসাইটের সূত্রে (রেফারেন্সে) কোনো পণ্য বা সেবা বিক্রি হলে বিক্রেতা সেই ওয়েবসাইটকে বা অ্যাকাউন্টকে তাঁর লাভের একটি অংশ কমিশন হিসেবে দিয়ে থাকেন। ধৈর্যসহকারে সময় ও শ্রম দিলে অ্যাফিলিয়েট
মার্কেটিং করে সফলতা অর্জন করা সম্ভব।

Seller Haat Affiliate সেলার হাট অ্যাফিলিয়েটের সুবিধাগুলোঃ
১. অ্যাফিলিয়েটকৃত প্রতিটি পন্য বিক্রয়ের জন্য কমিশন
২. সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে শেয়ার করে বিক্রয় বাড়ানোর সুযোগ

৩. নতুন অ্যাফিলিয়েটরদের বিক্রয় থেকে আয়ের সুযোগ (রেফারেন্স আয়)
৪. অ্যাফিলিয়েট মার্কেটারদের জন্য বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম

Seller Haat Affiliate একদম সহজ আসুন দেখে নিই-

6) আপনার ড্যাশবোর্ডে অনেকগুলো অপশন পাবেন যেমন প্রোফাইল, মার্কেটিং, রেফারেল, পেমেন্ট ইত্যাদি

7) Marketing মেনুতে দুটো অপশন আছে অ্যাফিলিয়েট ও প্রডাক্ট লিংক। অ্যাফিলিয়েট লিংকটি হলো আপনার প্রোফাইল লিংক যার মাধমে ক্রেতারা ওয়েবসাইটে প্রবেশ করলে আপনার রেফারেন্স পাবেন। প্রডাক্ট লিংক কপি করে আপনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন, এই শেয়ার অপশন থেকে যারা আমাদের ওয়েবসাইটে প্রবেশ করে অর্ডার করবেন তাদের ক্রয়কৃত পণ্যের কমিশন আপনার একাউন্টে যোগ হবে।

8) প্রডাক্ট লিংক এর বিস্তারিত

9) প্রডাক্ট লিংক কপি করবেন বা শেয়ার করবেন

11) Team Commission: একজন অ্যাফিলিয়েট আনলিমিটেড রেফারেল (১০ হাজার পর্যন্ত) করতে পারবেন যেটার জন্য দাওয়াত দেয়ার প্রয়োজন নেই। আপনার শেয়ারকৃত লিংকের মাধ্যমে প্রবেশ করে যারা অ্যাফিলিয়েট একাউন্ট করবেন তারাই আপনার টীম মেম্বার হয়ে যাবেন। সেলার হাটে আপনি টীম গঠন করার মাধ্যমে কমিশন বাড়ানোর সুযোগ পাবেন, আপনার টীমের অ্যাফিলিয়েটগন যা কমিশন পাবেন সেখান থেকে ১০% কমিশন আপনার একাউন্টে যোগ হবে।Reports অপশনের Your Affiliate Team এ ক্লিক করলে আপনার টীম দেখতে পাবেনি নিচের ছবির মতো।

১৩) মেনুর Payment অপশনে ক্লিক করে পেমেন্ট বিষয়ক তথ্য পাওয়া যাবে

সেলার হাট অ্যাফিলিয়েট অনেক সহজ এখানে নিজস্ব কোন ওয়েবসাইটের প্রয়োজন নেই। সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই আপনি আয় করার সুযোগ পাবেন।