Cashback Offer by Seller Haat

সেলার হাট নিয়ে এলো দারুন ক্যাশব্যাক অফার। ক্যাশব্যাক অফার ক্রেতার জন্য দারুন একটি উপভোগ্য বিষয় কারন ক্যাশব্যাক বোনাস দেয়া হয় সেলার হাটের লভ্যাংশ হতে।
ক) প্রায় প্রতিটি প্রডাক্ট এ ক্যাশব্যাক বোনাস রয়েছে যা নির্ভর করে পন্যের যোগান ও লভ্যাংশের উপর।
খ) নির্দিষ্ট কোন শতকরা কমিশন নয় বরং একেকটি প্রডাক্টে একেক ধরনের ক্যাশব্যাক বোনাস দেয়া হয়।
গ) ক্যাশব্যাক বোনাস জমা হবে ক্রেতাদের ওয়ালেটে, এবং এ বোনাস জমা থাকবে একাউন্টে যতদিন ব্যবহার না হয়। এটি ট্রান্সফার বা আদান-প্রদানের সুযোগ নেই।
ঘ) ক্যাশব্যাক বোনাস এমাউন্ট পরবর্তী অর্ডারগুলোর সাথে স্বয়ংক্রিয়ভাবে এডজাস্ট হয়ে যাবে। অতিরিক্ত এমাউন্ট ওয়ালেটে থেকে যাবে। পন্য ক্রয় করার পর ক্যাশব্যাক বোনাস জমা না হলে আমাদের হোয়াটসআপ নাম্বারে (01789110048) ইউজার আইডি ও অর্ডার নাম্বারসহ অভিযোগ করবেন।
ঙ) সেলার হাট কর্তৃপক্ষ যে কোন সময় ক্যাশব্যাক চালু কিংবা বন্ধ করার অধিকার সংরক্ষণ করে। তবে কোন কারনে ক্যাশব্যাক বোনাস অপশন বন্ধ হলে ক্রেতাদের ক্যাশব্যাক বোনাস সমন্বয় করার সুযোগ দেয়া হবে।অথবা প্রাপ্য ব্যালেন্স ফেরত দেয়া হবে।
চ) কোন কারনে ক্যাশব্যাক বোনাস অফার অনিয়ম পরিলক্ষিত হলে বা এর নৈতিকতার প্রশ্ন আসলে অবশ্যই আমাদের অবগত করবেন।আমরা দেশের আইন ও নিয়মকে সম্মানের সাথে মান্য করি।
ছ) তাৎক্ষনিক বোনাস ক্যাশব্যাক এডজাস্ট করতে চাইলে কিংবা ক্যাশ উইথড্রল করতে চাইলে ক্যাশব্যাক এমাউন্টের ২০% চার্জ করা হবে। উদাহরনঃ আপনি একটি টুথপেস্ট অর্ডার করতে চান যেখানে ২০ টাকা ক্যাশব্যাক রয়েছে আপনি এই ২০টাকা এডজাস্ট করতে চান সেক্ষেত্রে আপনাকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে (01535-239323) মেসেজ দিতে হবে অর্ডার নাম্বারসহ। ২০টাকা ক্যাশব্যাক এডজাস্টের জন্য ১৬টাকা (২০% বাদ দিয়ে) আপনার বিল থেকে মাইনাস হবে।

Leave a Reply