How to Start Seller Haat Affiliate Marketing
How to Start Seller haat Affiliate Marketing
কিভাবে সেলার হাট অ্যাফিলিয়েট প্রোগ্রাম শুরু করবেন
আমরা ধাপে ধাপে পুরো অ্যাফিলিয়েট মার্কেটিং শিখব এবং প্রতিটি স্টেপ অনুসরণ করবো
Step-1: প্রথমে Seller Haat ওয়েবসাইটে প্রবেশ করুন sellerhaat.com লিংকে
Step-2: এবার ওয়েবসাইটের একেবারে নিচে লেখা Afffiliate Program লিংকে ক্লিক করুন (দুটো মোবাইল স্কিনশর্ট ছবি দেয়া হলো)
Step-3: Afffiliate Program লিংকে ক্লিক করার পর Allifiate Login পেজ এ ঢুকবেন যেখানে ডানপাশে নিচে Sign Up এ ক্লিক করবেন

Step-4: Sign Up এ ক্লিক করার পর Become an Affiliate পেজ আসবে যেখানে আপনি ইউজার নেম, আপনার পুরো নাম, ইমেইল আইডি দিয়ে পাসওয়ার্ড দিবেন। ইউজারনেম অবশ্যই ইউনিক হতে হয় সেক্ষেত্রে আপনার নামের সাথে ১/২ টা নাম্বার বসিয়ে দিবেন যেমন kamal234
Avatar এর ক্লিক করে আপনার আসল ছবি দিবেন। যারা ছবি দিবেন না তাদের পেমেন্ট বন্ধ থাকবে।
Step-5: পূনরায় Afffiliate Program লিংকে ক্লিক আপনার ইউজার নেম ও পাসওয়ার্ড দিন। এখানে ইমেইল ভেরিফিকেশন করা হয় না। যারা দরুন একবারেই আপনি লগইন করতে পারবেন।
Step-6: লগইন করার পর নিচের ছবির মতো ড্যাশবোর্ডে আপনি চলে আসবেন।